প্রকাশিত: Sat, Jan 13, 2024 9:42 PM
আপডেট: Tue, Jan 27, 2026 1:14 AM

[১]ময়মনসিংহ-৩ আসনে বিজয়ী নৌকার প্রার্থী পপি

ফারুক আহাম্মদ, গৌরীপুর: [২] ময়মনসিংহ -৩ গৌরীপুর আসনের এই কেন্দ্রে আওয়ামী লীগের  নৌকা প্রতীক নিয়ে নিলুফার আনজুম পপি ভোট পেয়েছে ১২৯৫ টি এবং স্বতন্ত্র প্রার্থী  সোমনাথ সাহা ট্রাক প্রতীক নিয়ে ভোট পেয়েছে ৩৫৫ টি। 

[৩] ভালুকাপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রটিতে মোট ভোট ৩ হাজার ৩২ জন।এরমধ্যে পুরুষ ভোটার ১৫৩০ জন ও নারী ভোটার ১৫০২ জন।

[৪] শনিবার ( ১২ জানুয়ারি) প্রিজাইডিং অফিসার মোশাররফ হোসেন ভোট গ্রহণ শেষে  বেসরকারিভাবে এই কের্ন্দের ফলাফল ঘোষণা করেন। 

 [৫] এরআগে ৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনের ( গৌরীপুর) ৯২টি ভোট কেন্দ্রের মধ্যে ৯১ ভোটকেন্দ্রের ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিলুফার আনজুম পপি নৌকা প্রতীকে ৫৩ হাজার ১৯৬ ভোট পান। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পান ৫২ হাজার ২১১ ভোট। এই ৯১ টি কেন্দ্রে নৌকার প্রার্থী ৯৮৫ ভোটে পেয়ে এগিয়েছিল।

 [৬] এদিকে সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ভালুকাপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র ও আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তার মধ্যে ৭ টি বুথে ভোট গ্রহণ করেন নির্বাচন কমিশন।  ভোটকেন্দ্রের নিরাপত্তায় লাগানো হয়েছিল ২০টি সিসি ক্যামেরা। ভোটকেন্দ্র ও আশেপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে দুই শতাধিকের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল। কেন্দ্রটিতে ১জন প্রিজাইডিং, ৭ জন সহকারি প্রিজাইডিং কর্মকর্তা ও ১৪ জন পোলিং কর্মকর্তা  ভোট গ্রহণ করেন।  

[৭] এর আগে গত ৭ জানুয়ারি আসনটির সহনাটি ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় ভোট বাতিল ও ভোটকেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়। এতে করে আসনের নির্বাচনী চূড়ান্ত ফলাফল ঘোষণা আটকে যায়। সম্পাদনা: সমর চক্রবর্তী